insta logo
Loading ...
×

৬১ লক্ষ টাকায় রাস্তা সংস্কার, কাজের সূচনায় পূর্তকর্মাধ্যক্ষ হংসেশ্বর

৬১ লক্ষ টাকায় রাস্তা সংস্কার, কাজের সূচনায় পূর্তকর্মাধ্যক্ষ হংসেশ্বর

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:


অবশেষে পূরণ হলো দীর্ঘদিনের দাবি। পুরুলিয়ার মানবাজার-২ ব্লকের বুড়িবাঁধ গ্রাম পঞ্চায়েত এলাকার কালাঝর্না থেকে জেলেংমুড়ি পর্যন্ত প্রায় ১৮০০ মিটার দীর্ঘ ঢালাই রাস্তার নির্মাণকাজের সূচনা হলো বুধবার।

এই প্রকল্পের জন্য রাজ্যের আদিবাসী উন্নয়ন বিভাগ থেকে প্রায় ৬১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। বহুদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় ছিল। এবছরের বর্ষায় তার অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে। অথচ রানীবাঁধ ও খাতড়ার সঙ্গে যোগাযোগের অন্যতম শর্টকাট এই সড়কপথ। তাই স্থানীয় মানুষের বহু বছরের দাবি ছিল এটি সংস্কারের। এদিন
সংস্কার কার্যের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত ও
কার্য পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো, মানবাজার ২ পঞ্চায়েত সমিতির সভাপতি বাসন্তী মাহাত, বুড়িবাঁধ গ্রাম পঞ্চায়েতের প্রধান গুরুদাস হাঁসদা এবং তৃণমূল কংগ্রেসের বুড়িবাঁধ অঞ্চল সভাপতি সাগুন মুর্মু। রাস্তাটির কাজ শুরু হওয়ায়
এলাকার মানুষজন ভীষণ খুশি।

Post Comment