নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
সোমবারও বৃষ্টি শূন্য থাকল পুরুলিয়ায়। দিনের বৃষ্টিপাতের অঙ্ক ‘শূন্য’। তবে আর্দ্র গরমে জেরবার জেলার বাসিন্দারা। আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, এদিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা এখনও ওড়িশার উপর অবস্থান করছে। তবে আগামী কয়েক দিনের মধ্যে তা ফের বাংলায় ঢুকবে। এর ফলে বুধবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এসব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
Post Comment