insta logo
Loading ...
×

প্রথমে আ*তঙ্ক, তারপর স্বস্তি, ওএমআর শিট ঘিরে নতুন অভিজ্ঞতা ঝালদায়

প্রথমে আ*তঙ্ক, তারপর স্বস্তি, ওএমআর শিট ঘিরে নতুন অভিজ্ঞতা ঝালদায়

নিজস্ব প্রতিনিধি,ঝালদা:

রাজ্যে এই প্রথমবারের মতো ওএমআর শিটে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সোমবার সকাল দশটা থেকে ঝালদার চারটি কেন্দ্র মিলিয়ে অনুষ্ঠিত হয় ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষা।

কুটিডি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা সেন্টার সেক্রেটারি অরূপ গোপ মন্ডল জানান,
“ঝালদায় চারটি কেন্দ্রে প্রায় ১,৪০০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। শিক্ষা দপ্তরের নির্দেশিকা মেনেই পরীক্ষা নেওয়া হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই।”

সুজাতা মাহাতোর নামের এক ছাত্রী বলে, “ওএমআর শিটে এত বড়ো পরীক্ষা আমাদের কাছে একেবারেই নতুন অভিজ্ঞতা। শুরুতে ভীতি থাকলেও শেষে মনে হচ্ছে খুবই সহজ ও স্বাভাবিক।”
ঝালদায় প্রথমবারের মতো ওএমআর শিটে অনুষ্ঠিত এই পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রশাসন থেকে পরীক্ষার্থী—সবার মুখেই এখন সন্তোষের হাসি।

Post Comment