নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
এক মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন সতীশ শবর (৪৯) নামের এক প্রৌঢ়। তিনি মানবাজার থানার অন্তর্গত মাকড়কেন্দী গ্রামের বাসিন্দা। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বাড়ির অদূরে একটি ডোবায় স্নান করতে গিয়ে অসাবধানতাবশত জলে ডুবে যান তিনি।
খবর পেয়ে মানবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডোবা থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে মানবাজার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার তদন্ত শুরু করেছে মানবাজার থানার পুলিশ। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।











Post Comment