নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:
অবশেষে কর্মবিরতির প্রেক্ষিতে বৈঠকে বসল পুরবোর্ড। চারদিন কর্মবিরতির পর পুরসভার স্পষ্ট সিদ্ধান্ত, বেতন বাড়ানো যাবে না অস্থায়ী কর্মচারীদের। তবে বাড়ানো হবে বোনাস। ১৬০০ টাকা বোনাসের বদলে ২০০ টাকা বোনাস বাড়িয়ে ১৮০০ টাকা করার সিদ্ধান্ত জানিয়েছে কর্মবিরতিতে কোণঠাসা পুরুলিয়া পুরসভা। বোর্ডের এই সিদ্ধান্ত আন্দোলনরত কর্মচারীদের মৌখিকভাবে জানানো হয়েছে।
তবে তাতে হেলদোল নেই আন্দোলনে অনড় প্রায় ১৭০০ অস্থায়ী কর্মচারীর। তারা জানিয়েছেন, কর্মবিরতি ত্যাগ তো করবেনই না, বরং আন্দোলন আরও জোরদার করবেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শনিবার শহরে থালা-বাটি নিয়ে অবস্থান বিক্ষোভের পরিকল্পনা রয়েছে কর্মচারীদের।
বৈঠকে উপস্থিত ছিলেন পুরপ্রধান নবেন্দু মাহালি। তিনি বৈঠকের পর বলেন, “বর্তমানে আমাদের কোষাগারের অবস্থা তেমন ভালো নয়। তাই এখনই বেতন বাড়ানো সম্ভব হচ্ছে না। তবে আমরা পুজোর বোনাস ১৬০০ টাকা থেকে ১৮০০ টাকা করেছি। ভবিষ্যতে বেতন বৃদ্ধি করা হবে। বোর্ডের এই সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।”
পুরসভা সূত্রে জানা গেছে, পুজোর সময় বড় ধরনের অর্থ খরচ করতে হয়। স্থায়ী কর্মচারী ও পেনশনার্সদের বোনাস এবং বিভিন্ন ঘাট পরিষ্কার, সাফাই, আলো ও জল সংক্রান্ত খরচের জন্য অর্থ সংরক্ষণ জরুরি। এই অবস্থার কারণে বেতন বৃদ্ধির সুযোগ নেই।
এদিন পুরসভার সাফাই ইউনিটস্থল গাড়িখানায় বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মচারীরা। শুক্রবার সেই স্থল পরিদর্শনে যেতে পারেন পুর প্রধান।
অস্থায়ী কর্মচারী সুধাংশু ঘোষাল বলেন, “আমাদের বেতন বাড়াতে হবে। না হলে আমরা কর্মবিরতি প্রত্যাহার করব না। দাবি পূরণ না হলে আন্দোলন আরও তীব্র হবে।”
Post Comment