নিজস্ব প্রতিনিধি, সাঁতুড়ি :
বাড়ির দেয়াল ভাঙাকে কেন্দ্র করে ভ্রাতৃবধূকে কোপালো ভাসুর। এমন অভিযোগে উত্তাল সাঁতুড়ি থানার বৃন্দাবনপুর গ্রাম। ঘটনায় গুরুতর জখম হলেন ওই গ্রামের বাসিন্দা অপর্ণা মণ্ডল। অভিযোগ, বুধবার অপর্ণাকে কুড়ুল দিয়ে কোপায় তার ভাসুর রঞ্জিত মণ্ডল। শুধু তাই নয়, বধূর শ্বশুর-শাশুড়ি ও পরিবারের অন্যান্য সদস্যরা লাঠি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। এতে অপর্ণার মাথায় গুরুতর চোট লাগে এবং হাতের আঙুল ভেঙে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। সাঁতুড়ি থানায় অপর্ণার দাদা এই থানারই তিয়াশি গ্রামের বাসিন্দা গৌরাঙ্গ মণ্ডলের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ রঞ্জিত মণ্ডলকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Post Comment