insta logo
Loading ...
×

পুনর্জন্ম! বিজ্ঞান কেন্দ্র চমকে দিল!

পুনর্জন্ম! বিজ্ঞান কেন্দ্র চমকে দিল!

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

জেলা স্তর বিজ্ঞান নাটক প্রতিযোগিতায় ফের প্রথম এজিপিএন কনভেন্ট অ্যান্ড ই আর স্কুল। মঙ্গলবার পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সাতটি দলের মধ্যে সেরা হয় ওই স্কুলের নাটক ‘পুনর্জন্ম’। নির্দেশনা দেন অভিযান ভট্টাচার্য। মূল ভাবনা সিতম চক্রবর্তীর, নাট্যরূপ দেন অমৃতা ভট্টাচার্য। তিনি শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কার পান। শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয় ষষ্ঠ শ্রেণির ছাত্র শ্রেয়াস পন্ডা।

শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন জয়পুর গার্লস হাইস্কুলের গৌতম দশন্দি। ওই স্কুলের দল প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। তৃতীয় হয়েছে পুরুলিয়া সৈনিক স্কুল। প্রথম দুটি দল আগামী ২৩শে সেপ্টেম্বর কলকাতায় রাজ্য স্তর বিজ্ঞান নাটক প্রতিযোগিতায় অংশ নেবে।

প্রসঙ্গত, গত বছরও এজিপিএন স্কুল জেলা, রাজ্য এবং পূর্ব ভারত স্তরে সাফল্যের সঙ্গে যোগ্যতা অর্জন করে সর্বভারতীয় বিজ্ঞান নাটক উৎসবে দিল্লীতে জেলার প্রতিনিধিত্ব করেছিল।

Post Comment