insta logo
Loading ...
×

তৃণমূলের মঞ্চ ভাঙল সেনা, পুরুলিয়ায় গাল খেলো বিজেপি

তৃণমূলের মঞ্চ ভাঙল সেনা, পুরুলিয়ায় গাল খেলো বিজেপি

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে বাংলা ভাষায় কথা বলায় বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে চলা তৃণমূলের সভা ৩১ আগস্ট পর্যন্ত অনুমতি পেলেও, সেপ্টেম্বরের শুরুতেই সেনাবাহিনী মঞ্চ ভেঙে দেয়। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহর নির্দেশে এ কাজ হয়েছে, এমন অভিযোগ তুলে মঙ্গলবার পুরুলিয়ায় বিক্ষোভে নামে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। পুরুলিয়া শহরের জুবিলী ময়দানে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার সহ দলের উচ্চপর্যায়ের নেতৃত্ব। সমাবেশে অংশগ্রহণকারীরা শহরের বিভিন্ন অংশ থেকে মিছিল করে পোস্টঅফিস মোড়ে পৌঁছে তীব্র প্রতিবাদ জানান। মিছিলে তারা মঞ্চ ভাঙার ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

আইএনটিটিইউসি জেলা সভাপতি উজ্জ্বল কুমার বলেন, ” এমন ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক সংস্কৃতির প্রতি একটি আঘাত। এমন ঘটনা ঘটতে থাকলে বাড়বে রাজনৈতিক হিংসা।

মঞ্চে শাসকদলের অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। চাঁছাছোলা ভাষায় কেন্দ্রীয় সরকারের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন তাঁরা । তাঁদের বক্তব্যে ফুটে ওঠে শ্রমিক, জনসাধারণ এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় আইএনটিটিইউসির গুরুত্বপূর্ণ অবদানের কথাও।

Post Comment