insta logo
Loading ...
×

ঝাড়খণ্ড সীমান্তে নজরদারির প্রাচীর, পুরুলিয়ায় চালু জেলা সিসিটিভি কন্ট্রোল রুম

ঝাড়খণ্ড সীমান্তে নজরদারির প্রাচীর, পুরুলিয়ায় চালু জেলা সিসিটিভি কন্ট্রোল রুম

সুইটি চন্দ্র , পুরুলিয়া:

পুরুলিয়াকে তিনদিক দিয়ে ঘিরে রেখেছে ঝাড়খণ্ড। প্রায় ৩৮০ কিমি দীর্ঘ এই সীমান্ত অপরাধীদের কাছে বহুদিন ধরেই আশীর্বাদস্বরূপ। এপারে দুস্কর্ম করে ওপারে পালিয়ে যাওয়া কিংবা ওপার থেকে এপারে ঢুকে অপরাধের পর প্রমাণ লোপাট— সবই যেন জলভাত। এবার সেই খেলার কড়া জবাব দিতে উদ্যোগী হলো পুরুলিয়া জেলা পুলিশ। সোমবার পুলিশ দিবসের দিন আনুষ্ঠানিকভাবে চালু হলো জেলার প্রথম ডিস্ট্রিক্ট সিসিটিভি কন্ট্রোল রুম।

এই কন্ট্রোল রুম একসঙ্গে জেলার ২৩টি থানাকে জুড়ে ফেলেছে। জেলার নানা প্রান্তের ঘটনার ছবি সরাসরি আসবে এখানে। প্রথম দফায় বসানো হয়েছে ৪৬৯টি ক্যামেরা। খরচ হয়েছে প্রায় ৬০ লাখ টাকা। পুরো প্রকল্পের বাজেট প্রায় আড়াই কোটি টাকা বলে জানা গেছে। পুলিশের লক্ষ্য, পরের পর্যায়ে সেই সংখ্যা এক হাজারে পৌঁছানো।

পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “এই ব্যবস্থাপনায় আইনশৃঙ্খলা সামলানো, অপরাধ দমন, ট্রাফিক নিয়ন্ত্রণ সব কাজই আরও দ্রুত ও কার্যকর হবে। আপাতত ৪৬৯টি ক্যামেরা থাকলেও আমাদের লক্ষ্য হাজার ক্যামেরায় নজরদারি। তিন শিফটে এই মনিটরিং চলবে।”

২০১৮-১৯ আর্থিক বছরে জঙ্গলমহলের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, জঙ্গলমহলকে সিসিটিভির আওতায় আনতে হবে। সেই ঘোষণার বাস্তবায়ন এবার পুরুলিয়াতে পূর্ণতা পেল। অন্য জেলায় ছড়িয়ে ছিটিয়ে কিছু উদ্যোগ থাকলেও জেলা-স্তরের পূর্ণাঙ্গ কন্ট্রোল রুম প্রথম খুলল পুরুলিয়ায়।

বর্তমানে জেলার বিভিন্ন থানার উদ্যোগে প্রায় ৭০০ ক্যামেরায় নজরদারি চালানো হয়। এবার পৃথক ভাবে ৪৬৯ ক্যামেরা বসানো হলো বিভিন্ন স্ট্র‍্যাটেজিক পয়েন্টে। এসপি অফিস ক্যাম্পাসে জেলা-স্তরের কন্ট্রোল রুম চালু হওয়ায় পুরো জেলাকেই একসঙ্গে মনিটরিং করা যাবে। জেলার ১৩টি থানা ঝাড়খণ্ড সীমান্তে অবস্থিত। তার মধ্যে বান্দোয়ান থানা এলাকায় সবচেয়ে বেশি ঝাড়খণ্ড সীমানা (প্রায় ৫২ কিমি)। পুরুলিয়াকে ঘিরে রয়েছে ঝাড়খণ্ডের ছ’টি জেলা। সাম্প্রতিক কালে দেখা যাচ্ছে, ঝাড়খণ্ডের অপরাধীরা পুরুলিয়ায় এসে অপরাধ করছে এবং এই জেলার ভৌগোলিক অবস্থান কাজে লাগিয়ে প্রমাণ লোপাট করছে।

এই পরিস্থিতির কথা মাথায় রেখেই সিসিটিভির নজরদারির প্রাচীর গড়ে তোলার উদ্যোগ নিয়েছে পুরুলিয়া পুলিশ। কন্ট্রোল রুমে বসেই দ্রুত প্রতিটি থানা ও আধিকারিককে খবর পাঠানো যাবে। জেলার আইনশৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে সীমান্তবর্তী অপরাধ দমন— সব ক্ষেত্রেই পুলিশের ভরসার নতুন হাতিয়ার হয়ে উঠতে চলেছে এই সিসিটিভি কন্ট্রোল রুম।

Post Comment