insta logo
Loading ...
×

বরাবাজারে হামলার অভিযোগ, গ্রেফতার এক

বরাবাজারে হামলার অভিযোগ, গ্রেফতার এক

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

পুরনো বিবাদের জেরে প্রতিবেশীর বাড়িতে ঢুকে হামলা ও প্রাণনাশের চেষ্টা করার অভিযোগে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার বরাবাজারে। রবিবার অভিযোগ দায়েরের পরই পুলিশ অভিযুক্তদের মধ্যে এক জনকে গ্রেফতার করেছে। ধৃতের নাম শঙ্কর গোপ। তার বাড়ি বরাবাজার থানার রাধানগর গ্রামে। সোমবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে খবর, রবিবার গভীর রাতে রাধানগর গ্রামের বাসিন্দা শঙ্কর গোপসহ চারজন লাঠি ও কুড়ুল নিয়ে রবি দাসের বাড়িতে চড়াও হয়। অভিযোগ, সেখানে রবি দাসের স্ত্রী মমতা দাস ও তাদের দুই ছেলে রাজেন দাস এবং রীতেশ দাসকে বেধড়ক মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় তিনজনকেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে প্রথমে বরাবাজার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনজনই সেখানে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাকিদের ধরতে তল্লাশি চালানো হচ্ছে।

Post Comment