insta logo
Loading ...
×

বাজার দর কেমন? রেলশহর আদ্রার বাজারে হানা টাস্ক ফোর্স-র

বাজার দর কেমন? রেলশহর আদ্রার বাজারে হানা টাস্ক ফোর্স-র

নিজস্ব প্রতিনিধি, আদ্রা : সবজির দাম নিয়ন্ত্রণে রেলশহর আদ্রায় হানা দিলো টাস্ক ফোর্স। শুক্রবার সকালে এই দলটি রেল মার্কেটে পৌঁছায়। বাজার ঘুরে দেখার পাশপাশি প্রত্যেক সবজির দাম লিপিবদ্ধ করেন আধিকারিকরা। পাশাপশি বিক্রেতাদের কাছে হাতে কলমে দাঁড়িপল্লা খতিয়ে দেখা যায়। কারণ ইতিমধ্যেই বেশ কয়েকটি বাজারে ওজনে কারচুপির প্রমাণ পায় টাস্ক ফোর্স। এদিনের এই অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ ) রানা বিশ্বাস। সঙ্গে ছিলেন জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, খাদ্য সুরক্ষা, মেট্টোলজি দফতরের আধিকারিকরা। টাস্ক ফোর্সের সঙ্গে এদিন বাজার ঘুরে দেখেন জেলা পরিষদের কো-মেন্টর জয় বন্দোপাধ্যায়। টাস্ক ফোর্সের আধিকারিকরা জানান, বাজার দর নিয়ন্ত্রণে আছে। পরিস্থিতি নজরে রাখা হয়েছে।

Post Comment