insta logo
Loading ...
×

অবৈধ গ্যাস ব্যবসার হদিশ, পাঁচ জনের বিরুদ্ধে মামলা

অবৈধ গ্যাস ব্যবসার হদিশ, পাঁচ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে হানা দিয়ে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার ও দাহ্য পদার্থ উদ্ধার করল পুরুলিয়া জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। পুলিশের দাবি, পুরুলিয়া মফস্বল থানার কানালি গ্রামের মণ্টু গরাঁই ও তাঁর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস রিফিলিং ব্যবসা চালাচ্ছিলেন।

পুলিশ জানায়, অভিযানে উদ্ধার হয়েছে ১২টি ভর্তি ও ১২টি খালি ইন্ডেন সিলিন্ডার, ৯টি ভারত গ্যাস সিলিন্ডার, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার, নোজেল যন্ত্রপাতি ও তেলের জেরিক্যান। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সবকিছুই বাজেয়াপ্ত করা হয়।

অভিযুক্ত মণ্টু গরাঁই, দশরথ গরাঁই, সুরেশ গরাঁই, বলরাম গরাঁই ও চপলা গরাঁইয়ের বিরুদ্ধে অত্যাবশ্যক পণ্য আইন, ১৯৫৫-র ধারায় পুরুলিয়া মফস্বল থানায় মামলা রুজু করেছে ডিইবি।

Post Comment