নিজস্ব সংবাদদাতা, বরাবাজার:
স্নান করতে নেমে পুকুরে তলিয়ে গেল এক যুবক। শনিবার সকালে বরাবাজার ব্লকের বেড়াদা গ্রামের সিঙ্গি বাঁধে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বরাবাজার থানার পুলিশ। কিন্তু পুকুরের গভীর জলে পুলিশের উদ্ধার অভিযান সফল না হওয়ায় জেলা বিপর্যয় মোকাবিলা দলকে খবর দেওয়া হয়। পরে দুপুর দু’টো নাগাদ অসামরিক প্রতিরক্ষা দপ্তরের উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম ঠাকুরদাস মাহাতো (৪০)। তাঁর বাড়ি বলরামপুর থানার মুড়ুগাড়া গ্রামে।
পুলিশ দেহটি উদ্ধার করে বরাবাজার থানায় নিয়ে যায়। কীভাবে এরূপ দুর্ঘটনা ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
Post Comment