insta logo
Loading ...
×

বুনো শিয়ালের তাণ্ডব ঝালদায়, আহত ৬

বুনো শিয়ালের তাণ্ডব ঝালদায়, আহত ৬

নিজস্ব প্রতিনিধি,ঝালদা:

পুরুলিয়ার ঝালদা রেঞ্জে বুনো শিয়ালের তাণ্ডবে চাঞ্চল্য। বৃহস্পতিবার ভোরে হঠাৎই জঙ্গল থেকে বেরিয়ে আসা একটি গোল্ডেন জ্যাকেলের আক্রমণে ইচাগ ও কুকি গ্রামের অন্তত ছয়জন বাসিন্দা আহত হয়েছেন, যার মধ্যে এক বালিকা ও এক মহিলা রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে ইচাগ গ্রামে ঢুকে হিংস্রভাবে আক্রমণ চালায় শিয়ালটি, কামড় ও আঁচড়ে জখম করে পাঁচজনকে। এরপর সেখান থেকে পালিয়ে কুকি গ্রামে পৌঁছে আরেকজনকে আঁচড়ায়। আকস্মিক এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দুই গ্রামেই।

খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঝালদা-১ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, যেখানে তাদের চিকিৎসা চলছে। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ম অনুযায়ী আহতদের চিকিৎসার সমস্ত খরচ বহন করবে দপ্তর। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে গ্রামে নজরদারি জোরদার করা হয়েছে।

Post Comment