নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
রাজ্যের বন দফতরে বেশ কিছু রদবদল। পুরুলিয়াতেও আধিকারিক স্তরে হয়েছে বদলি। পুরুলিয়া হেড কোয়ার্টারের এক্সটেনশন ফরেস্ট্রি ডিভিশনের ডিএফও পদে কর্মরত সুজিত কুমার দাসকে বদলি করা হয়েছে হাওড়ার ডিএফও হেডকোয়ার্টার করে। তাঁর জায়গায় আসছেন বাঁকুড়া কর্পোরেশন ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার দিব্যজ্যোতি বেরা। কংসাবতী দক্ষিণ বন বিভাগের এডিএফও কৌস্তভ সাসারু যাচ্ছেন ঝাড়গ্রামের এডিএফও হয়ে। তাঁর জায়গায় আসছেন ঝাড়গ্রামের এডিএফও সমীর বোস।










Post Comment