নিজস্ব প্রতিনিধি, বোরো :
রহস্যজনক মৃত্যু হল এক বৃদ্ধের। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বোরো এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম উমেশ মাহাত (৬১)। তাঁর বাড়ি ওই গ্রামেই।
পরিবার ও পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় উমেশবাবু বাড়ি থেকে বেরোনোর পর আর ফেরেননি। রাতভর খোঁজাখুঁজির পর বুধবার সকালে গ্রামের রাস্তার ধারে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি পরিবার তাঁকে উদ্ধার করে বসন্তপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বোরো থানার পুলিশ। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।









Post Comment