নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গেলেই শুনতে হয় ‘পরে আসুন’! এই ঘটনা শুধু একদিন-দু’দিন নয়। পুরুলিয়ার জঙ্গলমহল বান্দোয়ান সদরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুলেছেন ওই বনমহলের স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা। এই সমস্যার সমাধানে তারা ব্যাঙ্ক অপারেট পরিবর্তন করার দাবি জানিয়েছেন। অর্থাৎ ওই
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সাথে সম্পর্ক ছিন্ন করে অন্য ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হতে চাইছেন তারা। সেই সঙ্গে
ওই ব্যাঙ্ক কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। সবে মিলিয়ে
জঙ্গলমহল বান্দোয়ানে ব্যাঙ্কিং পরিষেবাকে ঘিরে সরগরম।
বেশ কিছুদিন ধরেই প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন বান্দোয়ানের
স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বারবার ব্যাঙ্ক-এ গেলেও প্রয়োজনীয় কর্মী না থাকায় তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। দূরবর্তী প্রত্যন্ত গ্রাম থেকে এসে এমন হয়রানির মুখোমুখি হতে হচ্ছে তাদের। তাই বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই
স্ব-নির্ভর গোষ্ঠীর সভানেত্রী ও সহ-সভানেত্রী।











Post Comment