নিজস্ব প্রতিনিধি, টামনা:
ঘুমন্ত অবস্থায় বিষধর চিতি সাপের কামড়ে প্রাণ গেল এক বালকের। মৃতের নাম নিতাই মুদি (৮)। তার বাড়ি টামনা থানার অন্তর্গত বেলিয়াপাথর গ্রামে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বাড়ির মেঝেতেই ঘুমিয়েছিল নিতাই। রবিবার সকালে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় দেখতে পান। তাকে বিছানা থেকে তুলতেই সেখানেই একটি বিষধর চিতি সাপ দেখতে পান তারা।
তড়িঘড়ি শিশুটিকে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
Post Comment