নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
শনিবারও পুরুলিয়ায় চলল বৃষ্টির দাপট, তবে আগের দিনের তুলনায় খানিকটা কম। জেলা আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ আগস্ট জেলায় গড়ে ১২.৭৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সর্বাধিক বৃষ্টি নথিভুক্ত হয়েছে কাশীপুরে— ৪১.৪ মিলিমিটার। বলরামপুরে ২৫.২ মিলিমিটার, পাড়ায় ১৯.৬ মিলিমিটার, নিতুড়িয়ায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঝালদায় ১৫.৩ মিলিমিটার ও মানবাজারে ১৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অন্যদিকে জয়পুর ও পুঞ্চায় এক ফোঁটাও বৃষ্টি হয়নি। হাতোয়াড়া (৩.৪ মিমি), বাঘমুণ্ডি (২ মিমি) ও হুড়ায় (২.৬ মিমি) খুবই সামান্য বৃষ্টিপাত হয়েছে।
এদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৩.৬ ডিগ্রি। টানা বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা নিচে নামায় গরমের দাপট কমেছে। তবে কাদামাটি ও নদী-নালার উপচে পড়া জলের কারণে গ্রামাঞ্চলে যাতায়াতে সমস্যা বাড়ছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায়। তবে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি রয়েছে।
Post Comment