নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :
গাছে ঝুলন্ত অবস্থায় এক যুগলের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার পাঁচপাহাড়ি গ্রামে । বৃহস্পতিবার সকালে গ্রামসংলগ্ন একটি বটগাছে দু’টি ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর খবর যায় পুলিশে। রঘুনাথপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
জানা গেছে, মৃত পুরুষের নাম প্রশান্ত চ্যাটার্জী (৪০) এবং মহিলার নাম ময়না ধীবর (৩০)। দু’জনেরই বাড়ি রঘুনাথপুরের বিলতোড়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, প্রশান্ত ও ময়না বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন।
প্রশান্ত চ্যাটার্জী রঘুনাথপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সদস্য ছিলেন। পরে তাকে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ হন তিনি।
ঘটনায় প্রাথমিকভাবে দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
Post Comment