নিজস্ব প্রতিনিধি,মানবাজার:
অস্বাভাবিক মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মানবাজার থানার দুয়ারসিনি এলাকায়। মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ মাহাত। তার বাড়ি দুয়ারসিনি গ্রামে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে একটি বাড়ি থেকে দেহটি উদ্ধার করে মানবাজার থানার পুলিশ। তাকে উদ্ধার করে নিয়ে যান মানবাজার গ্রামীন হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে মানবাজার থানার পুলিশ।
Post Comment