নিজস্ব প্রতিনিধি,ঝালদা:
পোস্ট অফিসে কোটি টাকার তছরুপের অভিযোগ ঘিরে ফের উত্তপ্ত হল ঝালদা থানার পাটঝালদা গ্রাম। সোমবার গভীর রাতে মৃতদেহ নিয়ে পোস্টমাস্টারের বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। গ্রাম পঞ্চায়েত সদস্য যোগেশ্বর রুহিদাস জানান, কয়েক বছর আগে গ্রামীণ ডাকঘরে গ্রামের বহু বাসিন্দা টাকা জমা করেছিলেন। অভিযোগ, পোস্টমাস্টার সৌম ভট্টাচার্য সেই কয়েক কোটি টাকা আত্মসাৎ করে পলাতক হন। পরে তার কাকা তীর্থঙ্কর ভট্টাচার্য গ্রামবাসীদের প্রতিশ্রুতি দেন ধাপে ধাপে টাকা ফেরত দেওয়ার। কিন্তু পরবর্তীতে তিনি সেই প্রতিশ্রুতি অস্বীকার করেন।
এদিকে গ্রামের বাসিন্দা মুরুলী মন্ডল রাঁচিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরিবারের দাবি, মৃতের অ্যাকাউন্টে লক্ষাধিক টাকা রয়েছে। সৎকারের খরচের জন্য পোস্টমাস্টারের কাকার কাছে টাকা চাইলে তিনি নাকচ করে দেন। ক্ষুব্ধ পরিবার ও গ্রামবাসীরা মৃতদেহ নিয়ে পোস্টমাস্টারের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেন। মৃতের ভাই জয়প্রকাশ মন্ডল জানান, পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। চাঁদা তুলে মৃতের ছেলেকে বেঙ্গালুরু থেকে আনা হয়েছে। সৎকারের খরচ না মেটাতে পারলে পরিবার সমস্যায় পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
অভিযোগ অস্বীকার করে তীর্থঙ্কর ভট্টাচার্যের বক্তব্য, “আমি পোস্টমাস্টারের কাকা হলেও অপরাধ আমার নয়। বিষয়টি আদালতে বিচারাধীন, আর আমার কাছেও এখন এক টাকাও নেই।” এই খবর পেয়ে ঝালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করে। অবশেষে গভীর রাতে পুলিশি আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিক্ষোভ শেষ হয়।











Post Comment