নিজস্ব প্রতিনিধি, মানবাজারঃ
একই দিনে তিনটি সাপ উদ্ধার করে নজির গড়ল পুরুলিয়ার কংসাবতী দক্ষিণ বন বিভাগের মানবাজার রেঞ্জের বনকর্মীরা। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মানবাজারের কুদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, ধাদকিডি গ্রাম ও বীরসিংডি গ্রাম থেকে উদ্ধার হয় সাপগুলি।
স্থানীয় ও বনদপ্তর সূত্রে জানা গেছে, সকালে কুদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হঠাৎ একটি গোখরো সাপ দেখতে পান স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা ও স্থানীয় মানুষজন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মানবাজার রেঞ্জ অফিসে। বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন।
এর কিছুক্ষণ পর ধাদকিডি গ্রামের এক গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার হয় আরেকটি গোখরো সাপ। পাশাপাশি বীরসিংডি গ্রামের একটি বাড়িতে দেখা মেলে প্রায় ৮ ফুট লম্বা এক বিশাল রক পাইথনের। বনকর্মীরা দ্রুত সেখানে গিয়ে সেটিকেও উদ্ধার করেন।
পরবর্তীতে তিনটি সাপকেই প্রাকৃতিক বাসস্থানে ফিরিয়ে দেওয়া হয়।






Post Comment