insta logo
Loading ...
×

ডাক্তার দেখাতে গিয়ে যৌন নির্যাতনের শিকার কিশোরী, অভিযোগ

ডাক্তার দেখাতে গিয়ে যৌন নির্যাতনের শিকার কিশোরী, অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:

ডাক্তার দেখাতে গিয়ে যৌন নির্যাতনের শিকার হল এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার রঘুনাথপুরে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত এক বেসরকারি চিকিৎসককে গ্রেফতার করেছে রঘুনাথপুর মহিলা থানার পুলিশ। ধৃতের নাম নির্দোষ কুমার মাহাত। তিনি।পশ্চিম বর্ধমান জেলার হিরাপুর থানার কালাঝরিয়ার তালকুড়ি মান্না এলাকার বাসিন্দা। রবিবার রঘুনাথপুরের বিশেষ আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত চিকিৎসক রঘুনাথপুরে একটি ভাড়া বাড়িতে চেম্বার চালাতেন। শনিবার দুপুরে এক আত্মীয়ের সঙ্গে চিকিৎসার জন্য সেখানে আসে বছর ১৭-র এক কিশোরী। চিকিৎসার অপেক্ষায় থাকা অবস্থায় হঠাৎ মাথা ঘুরে চেম্বারের বাইরে অজ্ঞান হয়ে পড়ে যায় সে। এরপর চিকিৎসক তাকে চেম্বারের ভেতরে নিয়ে গিয়ে চিকিৎসার নামে যৌন নির্যাতন চালান বলে অভিযোগ।

ঘটনার পর শনিবার সন্ধ্যায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে রঘুনাথপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ওই দিন রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি নাবালিকার ডাক্তারি পরীক্ষাও করানো হয়েছে।

Post Comment