নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
রাখী পূর্ণিমার পবিত্র দিনে গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল এক অভিনব পরিবেশবান্ধব কর্মসূচি—দত্তক নেওয়া গাছেদের ‘রক্ষা বন্ধন’। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নিজ হাতে তৈরি পরিবেশবান্ধব রাখী পরিয়ে গাছেদের সুরক্ষার অঙ্গীকার করল।
প্রাণঘাতী কার্বন ডাই অক্সাইড গ্রহণ ও জীবনদায়ী অক্সিজেন প্রদান ছাড়াও ফুল, ফল, কাঠ, ওষুধসহ নানা উপকারে গাছ আমাদের প্রকৃত বন্ধু—এই বার্তা পৌঁছে দিতে গত দশ বছর ধরে বিদ্যালয়ে এই উদ্যোগ পালিত হচ্ছে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী প্রতি বছর অন্তত দুটি গাছ রোপণ করে এবং সেগুলির যত্ন নেয়। সেরা যত্নশীল শিক্ষার্থীকে দেওয়া হয় ‘শ্রেষ্ঠ বৃক্ষ পালক’ পুরস্কার। শুধু গাছ নয়, এই দিনে পরস্পর পরস্পরকে রাখী পরিয়ে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধনও উদযাপন করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা জানিয়েছেন, এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগ আগামী দিনে আরও বিস্তৃত আকারে ছড়িয়ে দেওয়াই তাঁদের লক্ষ্য।







Post Comment