পুরুলিয়া মিরর ব্যুরো:
পুরুলিয়ার ১৪টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন হয়ে গেল পিতৃপক্ষের শেষ দিন মহালয়ার পুণ্য তিথিতে। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় দুর্গোৎসবের সূচনা করলেন ভার্চুয়াল মাধ্যমে। পুরুলিয়া জেলার যে পুজোগুলির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী সেগুলি ছড়িয়ে সদর থেকে মফস্বলে। মফস্বলের পুজোগুলির মধ্যে আছে আদ্রার বাঙালি সমিতি, বান্দোয়ানের সর্বজনীন পুরাতন দুর্গাপূজা, নিতুড়িয়া দুবেশ্বরী কোলিয়ারি সর্বজনীন, বলরামপুর হাটতলা সর্বজনীন, মানবাজার গ্রাম্য যোগাশ্রম, বরাবাজারের তুমড়াশোল সর্বজনীন, শ্রী শ্রী দুর্গা সংঘ রঘুনাথপুর ১, পুঞ্চার লাখরা সর্বজনীন, জয়পুর চটিপাড়া সর্বজনীন, ঝালদা ১ নং ব্লকের মাঠারি সর্বজনীন ও বাঘমুণ্ডির কুশলডি সর্বজনীন। পুরুলিয়া শহরের চারটি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এগুলি হলো তেলকল পাড়া ষোলআনা, জেলিয়াপাড়া ধীবর সমিতি, নর্থলেক রোড সর্বজনীন ও ধবঘাটা ষোলআনা। পুরুলিয়া জেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক রজত নন্দা। জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, সভাধিপতি নিবেদিতা মাহাতো প্রমুখ। মানবাজার গ্রাম যোগাশ্রম দুর্গাপূজার উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডু। উদ্বোধন হয়ে গেলেও বহু মণ্ডপ এখনও প্রস্তুত হয়নি। তবে আলোর মালায় সেজে উঠেছে জেলা সদরের জেলিয়াপাড়া ধীবর সমিতি।
Post Comment