নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :
শনিবার গভীর রাত্রে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনটি গবাদি পশুর । ঘটনাটি ঘটেছে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে রঘুনাথপুর শহরের খুদিরাম চক মোড়ের অদূরে।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, একটি চারচাকা গাড়ি দ্রুত গতিতে পুরুলিয়া থেকে বরাকরের দিকে যাচ্ছিল। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে থাকা একটি দোকানে সজোরে ধাক্কা মারে। সেই সময় দোকানের পাশে বাঁধা ছিল কয়েকটি গবাদি পশু, যাদের মধ্যে ঘটনাস্থলেই তিনটির মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথপুর থানার পুলিশ। গাড়িটিকে আটক করে চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় প্রায়ই দ্রুতগতির গাড়ি চলাচল করে। দুর্ঘটনার পরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।







Post Comment