insta logo
Loading ...
×

টানা বৃষ্টি থেকে আপাতত রেহাই

টানা বৃষ্টি থেকে আপাতত রেহাই

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

টানা বৃষ্টি থেকে আপাতত রেহাই। বাজবল থেকে ট্র‍্যাডিশনাল টেস্ট ব্যাটিং করছে পুরুলিয়ার বৃষ্টি। শুক্রবার, ১ অগস্ট জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে মাত্র ১.৪৫ মিলিমিটার। জেলার ১৪টি বৃষ্টিমাপক কেন্দ্রের মধ্যে ৯টিতেই এক ফোঁটা বৃষ্টিও হয়নি।

হাতোয়াড়ায় বৃষ্টিপাত হয়েছে ১.৩ মিমি, জয়পুরে ১০.৪ মিমি, সাঁতুড়িতে ৩.০ মিমি এবং হুড়ায় ৪.২ মিমি। বাকি ৯টি কেন্দ্রে বৃষ্টির পরিমাণ শূন্য।

আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার পুরুলিয়ায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বড়সড় বৃষ্টির কোনও সতর্কতা নেই। কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

তাপমাত্রার দিক থেকেও খুব একটা হেরফের নেই। শুক্রবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস।

Post Comment