insta logo
Loading ...
×

চরম সমস্যায় রেলশহর আদ্রা, আচমকা বন্ধ প্রহরীবিহীন লেভেলক্রসিং — বিক্ষোভে তৃণমূল

চরম সমস্যায় রেলশহর আদ্রা, আচমকা বন্ধ প্রহরীবিহীন লেভেলক্রসিং — বিক্ষোভে তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

আদ্রা রেলশহরের পশ্চিম প্রান্তের প্রহরীবিহীন লেভেলক্রসিং হঠাৎ বন্ধ করে দেওয়ায় তীব্র অসন্তোষ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। বিকল্প কোনও রাস্তার ব্যবস্থা না করেই গত ১৭ জুলাই রেল কর্তৃপক্ষ এই লেভেলক্রসিংটি বন্ধ করে দেয়, ফলে শহরবাসীর দৈনন্দিন যাতায়াতে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।

প্রসঙ্গত, আদ্রা শহরের মাঝে দিয়ে রেললাইন গিয়েছে, যা শহরকে দু’ভাগে বিভক্ত করেছে। এক প্রান্তে দোকানপাট ও বাজার, অপর প্রান্তে রয়েছে অফিস ও হাসপাতালসহ গুরুত্বপূর্ণ পরিষেবা। এতদিন এই প্রহরীবিহীন লেভেলক্রসিং ব্যবহার করে শহরবাসী সহজেই দুই প্রান্তে যাতায়াত করতে পারতেন। এখন সেই পথ বন্ধ হওয়ায় তাঁদের প্রায় ৭৫০ মিটার ঘুরে মূল রেলগেট পার হয়ে যেতে হচ্ছে। কিন্তু ট্রেন চলাচলের চাপের কারণে সেই রেলগেট প্রায়ই বন্ধ থাকে, যার ফলে দীর্ঘক্ষণ আটকে পড়ছেন বহু মানুষ।

এই পরিস্থিতিতে বুধবার আদ্রা শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ডিআরএম অফিসের সামনে বিক্ষোভে সামিল হন প্রায় দুই হাজার মানুষ। বিক্ষোভকারীদের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে স্মারকলিপিও প্রদান করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক ও প্রাক্তন জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া, রঘুনাথপুর ১ নম্বর ব্লকের আইএনটিটিইউসি সভাপতি তুফানকুমার রায়-সহ অনান্য নেতৃবৃন্দ।

সৌমেন বেলথরিয়া বলেন, “কোনও বিকল্প রাস্তা তৈরি না করেই রেল কর্তৃপক্ষ এই লেভেলক্রসিং বন্ধ করে দেওয়ায় আদ্রার সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। রেলের উচিত অবিলম্বে এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।”

অন্যদিকে, রেলসূত্রে জানা গিয়েছে, আদ্রা স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজের জন্যই সাময়িকভাবে ওই লেভেলক্রসিং বন্ধ রাখা হয়েছে। তবে এটি পুনরায় চালু করা হবে কি না বা কবে নাগাদ চালু হতে পারে— সে বিষয়ে এখনো কোনও সরকারি ঘোষণা রেলের তরফে আসেনি।

রেল শহর আদ্রার মানুষের দাবি, অবিলম্বে বিকল্প রাস্তার ব্যবস্থা অথবা প্রহরীবিহীন লেভেলক্রসিংটি চালু করে তাঁদের যাতায়াতের সমস্যার স্থায়ী সমাধান করা হোক।

Post Comment