insta logo
Loading ...
×

একদিনের বিদ্যালয় পরিদর্শক! চেয়ারে বসিয়ে দুই খুদে শিক্ষার্থীকে সম্মান মানবাজারে

একদিনের বিদ্যালয় পরিদর্শক! চেয়ারে বসিয়ে দুই খুদে শিক্ষার্থীকে সম্মান মানবাজারে

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:


দুই খুদে-ই বিদ্যালয় পরিদর্শক! মানবাজারে সম্মান জানালো শিক্ষা দফতর। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে বিদ্যার জগতে তাঁর অবদানকে শ্রদ্ধা জানাতে মানবাজার-১ চক্রে একটি অনুষ্ঠান হয়। মঙ্গলবার ওই অনুষ্ঠানে দুই খুদে ছাত্রকে এক দিনের বিদ্যালয় পরিদর্শক হিসাবে বরণ সম্মান দেওয়া হয়।

জেলা ক্রীড়া প্রতিযোগিতার ক-বিভাগে দীর্ঘ লম্ফনে প্রথম স্থান অর্জন করে রাজ্য স্তরে অংশগ্রহণ করে গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের বিজয় মাঝি। অপরদিকে, ধগড়া প্রাথমিক বিদ্যালয়ের দেবরাজ মাঝি ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় রাজ্যের প্রতিনিধি হিসাবে অংশ নেয় । এই দুই ছাত্রের কৃতিত্বকেই সম্মান জানিয়ে চক্র অফিসে তাদের নাম ফলকে স্থায়ীভাবে টাঙিয়ে দেওয়া হয়। ওই অনুষ্ঠানে দুই কৃতী ছাত্রকে অবর বিদ্যালয় পরিদর্শকের চেয়ারে বসিয়ে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক সুদীপ বেরা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক
সহ ওই এলাকার বাসিন্দারা।

রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক তথা গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ মিশ্র বলেন, “যে যেটাতে পারদর্শী, তাকে সেটাতেই উৎসাহিত করা দরকার। বিদ্যালয় শুধু পাঠশালা নয়, মানসিক ও শারীরিক বিকাশেরও কেন্দ্র। এই দুই খুদে আমাদের গর্ব।”
এই অনন্য উদ্যোগ শিশুদের মধ্যে আত্মবিশ্বাস ও নেতৃত্বের বীজ বুনে দিল বলেই মনে করছেন সকলে।

Post Comment