insta logo
Loading ...
×

৩৪ হাজার টাকা তছরুপে পোস্ট মাস্টারের ৫ বছর কারাদণ্ড

৩৪ হাজার টাকা তছরুপে পোস্ট মাস্টারের ৫ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

আর্থিক তছরুপের দায়ে এক গ্রামীণ পোস্টমাস্টারের পাঁচ বছর কারাদণ্ড দিলো পুরুলিয়া জেলা আদালত। ২০১৫ সালে পুরুলিয়া জেলার কেন্দা থানার পলমা পেঁচাড়া ব্রাঞ্চ পোস্ট অফিসের পোস্ট মাস্টার গোবর্ধন সহিস আর্থিক তছরুপে অভিযুক্ত হয়েছিলেন। অভিযোগ ছিল বহু মানুষের সেভিংস অ্যাকাউন্টের টাকা আত্মসাৎ করেছিলেন তিনি। ২০১৬ সালের ২১ নভেম্বর কেন্দা থানায় অভিযোগ দায়ের হয়। ৩৪ হাজার টাকা তছরুপের দায়ে দোষী সাব্যস্ত হন পোস্টমাস্টার।

Post Comment