insta logo
Loading ...
×

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক, যুবক গ্রেফতার জয়পুরে

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক, যুবক গ্রেফতার জয়পুরে

নিজস্ব প্রতিনিধি, জয়পুর:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুরুলিয়ার জয়পুর থানার পুলিশ। ধৃতের নাম চৈতন মুর্মু, বাড়ি জয়পুর থানার সুশনিডি গ্রামে। মঙ্গলবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

অভিযোগকারিণী তরুণী ঝাড়খণ্ডের বোকারো জেলার বাসিন্দা। মঙ্গলবার জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে তিনি জানান, গত দুই বছর ধরে চৈতনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়, যেখানে অভিযুক্ত তরুণ বিয়ের প্রতিশ্রুতি দেয় বলে দাবি করেন অভিযোগকারিণী।

তবে সম্প্রতি বিয়ের প্রসঙ্গ উঠতেই চৈতন সম্পর্ক থেকে সরে আসার ইঙ্গিত দেয় বলে অভিযোগ। এই প্রতারণার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং মামলার প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করা হচ্ছে।

Post Comment