insta logo
Loading ...
×

মাওবাদী সক্রিয়তা নেই, তবু শহিদ সপ্তাহে বাড়তি সতর্কতা পুরুলিয়া জুড়ে

মাওবাদী সক্রিয়তা নেই, তবু শহিদ সপ্তাহে বাড়তি সতর্কতা পুরুলিয়া জুড়ে

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

জঙ্গলমহলে বর্তমানে মাওবাদীদের কোনও সক্রিয়তা নেই—এমনটাই জানিয়েছে পুলিশ। ঝাড়খন্ডের মধ্যেও যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযানে কার্যত কোণঠাসা হয়েছে মাওবাদীরা। তা সত্ত্বেও কোনও ঝুঁকি নিতে চাইছে না পুরুলিয়া জেলা প্রশাসন। শহিদ সপ্তাহ (২৮ জুলাই থেকে ৩ আগস্ট) ঘিরে জেলার সর্বত্র জারি হয়েছে বাড়তি সতর্কতা।

পুরুলিয়ার ঝাড়খন্ড সংলগ্ন দীর্ঘ ৩৮০ কিমি সীমান্তজুড়ে নজরদারি জোরদার করা হয়েছে। চলছে লঙ রুট ও শর্ট রুট পেট্রোলিং। বাড়ানো হয়েছে নাকা চেকিংয়ের তীব্রতা। ১০৯টি নাকা পয়েন্টের মধ্যে প্রতিদিন পালাক্রমে ৪৬টিতে দু’ঘণ্টা ধরে ‘সারপ্রাইজ নাকা’ চালানো হচ্ছে। এছাড়াও ৯টি আন্তঃরাজ্য নাকা পয়েন্টে ২৪ ঘণ্টা চিরুনি তল্লাশি চলছে, যেখানে শহিদ সপ্তাহে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “ঝাড়খন্ড সীমানা এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। আমরা সতর্ক রয়েছি। অতিরিক্ত ফোর্স মোতায়েন করে সমস্ত ঝুঁকি এড়ানোর চেষ্টা করা হচ্ছে।”

বিশেষ করে বান্দোয়ান ব্লকে, যেখানে জেলার মধ্যে সর্বাধিক—৫২.৪৪ কিমি—ঝাড়খন্ড সীমান্ত পড়ে, সেখানে টানা নজরদারি চালানো হচ্ছে। নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, সীমান্ত বরাবর প্রত্যন্ত এলাকাগুলিতেও চলছে অভিযান।

উল্লেখ্য, সিপিআই (মাওবাদী)-র তরফে শহিদ সপ্তাহের শেষ দিনে—৩ আগস্ট—বাংলা সহ পাঁচটি রাজ্যে বন্‌ধের ডাক দেওয়া হয়েছে। যৌথ বাহিনীর গুলিতে সংগঠনের মহাসচিব বাসবরাজ ওরফে নম্বালা কেশবরাও-এর মৃত্যুর প্রতিবাদেই এই বন্‌ধ। সেই কারণেই সর্বোচ্চ সতর্কতা নিচ্ছে জেলা প্রশাসন।

Post Comment