insta logo
Loading ...
×

চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, বলরামপুরে অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে

চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, বলরামপুরে অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় আড়াই লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। প্রতারণার শিকার এক যুবকের লিখিত অভিযোগের ভিত্তিতে বলরামপুর থানায় একটি প্রতারণার মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্তে ইতিমধ্যে নেমেছে পুলিশ প্রশাসন।

অভিযোগকারী, বলরামপুর থানার সুপুরডি গ্রামের বাসিন্দা দেবাশীষ মাহাতো জানিয়েছেন, কয়েক মাস আগে ফোনের মাধ্যমে পাড়া থানার অন্তর্গত এলাকার দুই যুবকের সঙ্গে তাঁর আলাপ হয়। পরে তাঁদের মধ্যে সাক্ষাৎও হয়। দেবাশীষের দাবি, ওই দুই যুবক তাঁকে সরকারি কিংবা বেসরকারি স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার আশ্বাস দেয়।

চাকরি দেওয়ার নামে বিশ্বাস অর্জন করে অভিযুক্তরা অভিযোগকারীর বিভিন্ন ব্যক্তিগত নথিপত্র নিয়ে নেয়। এমনকি ২০২৪ সালের মার্চ মাসে ব্যাংকের মাধ্যমে প্রায় আড়াই লক্ষ টাকা অগ্রিম নেয় তারা। কিন্তু টাকা নেওয়ার পর থেকেই অভিযুক্তরা যোগাযোগ বন্ধ করে দেয় বলে দাবি করেছেন দেবাশীষবাবু।

তাঁর কথায়, “প্রথমে বুঝিনি, কিন্তু পরে যখন কোনও খোঁজ পাওয়া গেল না, তখনই বুঝতে পারি আমি প্রতারণার শিকার হয়েছি।”

এই অভিযোগের ভিত্তিতে বলরামপুর থানার পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসার।

Post Comment