নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: রাত পেরোলেই মহালয়া। রাজ্যবাসী মেতে উঠেছে মা দুর্গার আগমনে। আর এই শারদ উৎসবের মাঝেই চাকরি মেলা অনুষ্ঠিত হয়ে গেল পুরুলিয়ায়। পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন স্কুলের বৃত্তি মূলক শাখায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ এবং রাজ্যের ‘উৎকর্ষ বাংলা প্রকল্পে’ প্রশিক্ষণ প্রাপ্তদের নিয়ে পুরুলিয়া পলিটেকনিক কলেজ প্রাঙ্গনে ‘চাকরি মেলার’ আয়োজন করা হয়। এই চাকরি মেলার উদ্বোধন করেন পুরুলিয়া ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক(জেলা পরিষদ )রাজেশ রাঠোর। ৯ টি শিল্পউদ্যোগী এই মেলায় অংশগ্রহন করেন । মোট ৩৩২ জন চাকরি প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়। তারমধ্যে ২১৬ জনের নাম চাকরিপ্রার্থী হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। এইরকম চাকরির মেলার আয়োজন হলে জেলার ছেলে-মেয়েদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এইরকম আরও চাকুরি মেলা থেকে কাজের সুযোগ করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এই চাকরি মেলায় বিভিন্ন বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ পেয়ে আপ্লুত মেলায় অংশ নেওয়া তরুণ-তরুণীরা।

Post Comment