নিজস্ব প্রতিনিধি , কাশীপুর :
এক নাবালিকা ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্তের পাশাপাশি আরও দুই সহযোগীকে গ্রেফতার করল পুরুলিয়ার কাশীপুর থানার পুলিশ। ধৃতদের নাম ভাগবত সিং সর্দার ও ধনঞ্জয় সহিস। তারা দু’জনেই কাশীপুর থানার কাটাগোড়া বিড়ালডি গ্রামের বাসিন্দা। শনিবার ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
ঘটনার সূত্রপাত ২১ জুলাই। কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক মহিলা। অভিযোগে তিনি জানান, ওইদিন দুপুরে তাঁর ১৫ বছরের মেয়ে বাড়িতে একা ছিল। সেই সুযোগে প্রতিবেশী জয়দেব সহিস বাড়িতে ঢুকে নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে। অভিযোগ পাওয়ার পরই পুলিশ পকসো আইনে মামলা রুজু করে অভিযুক্ত জয়দেব সহিসকে গ্রেফতার করে।
তবে তদন্তের অগ্রগতিতে জানা যায়, ঘটনার সময় জয়দেবের সঙ্গে আরও দুই যুবক ছিল। অভিযুক্তকে দুস্কর্মে সাহায্য করতে তারা বাড়ির আশেপাশে নজরদারি করছিল বলে অভিযোগ। সেই দাবিতেই শুক্রবার কাশীপুর থানায় বিক্ষোভ দেখান শতাধিক মহিলা। এরপর রাতেই পুলিশ ভাগবত সিং সর্দার ও ধনঞ্জয় সহিসকে গ্রেফতার করে।
কাশীপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।
Post Comment