insta logo
Loading ...
×

আড়শায় হেপাটাইটিস সচেতনতা

আড়শায় হেপাটাইটিস সচেতনতা

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)র উদ্যোগে ২৮শে জুলাই পৃথিবী জুড়ে পালিত হয় বিশ্ব হেপাটাইটিস দিবস । সেই উপলক্ষে সচেতনতা শিবির হল আড়শায়। শনিবার আড়শা ব্লকের রুগড়ি গ্রামে ব্লক স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় লিভার ফাউন্ডেশনের উদ্যোগে সচেতনতা মূলক একটি র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে হাঁটেন ছাত্র ছাত্রী, যুবসমাজ ও স্থানীয় মানুষ। এদিন হেপাটাইটিস রোগ সম্পর্কে সচেতন করার পাশাপাশি বোঝানো হয় সঠিক চিকিৎসা পেলে নির্মূল হয় এই রোগ।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, লিভার ও হেপাটাইটিস সংক্রান্ত স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

Post Comment