নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
দু’দিনের লাগাতার বর্ষণে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে রঘুনাথপুর ১ নম্বর ব্লক অফিস চত্বর। হাঁটু সমান জল জমে রয়েছে মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরেও। পঞ্চায়েত সমিতি-ব্লক অফিসের মতো একাধিক গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান চত্বরে এমন অবস্থা হওয়ায় কাজ নিয়ে আসা মানুষজনদের চরম সমস্যায় পড়তে হচ্ছে। মূল প্রবেশপথ দিয়ে যাতায়াত করা রীতিমতো দুঃসাধ্য হয়ে উঠেছে কর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের পক্ষে।
যদিও নিকাশি ব্যবস্থা কাগজে-কলমে রয়েছে, তবে যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিকল্পনার অভাবে কার্যত তা অকার্যকর বলেই অভিযোগ। ফলে প্রতিবছরের মতো এবারও বর্ষার শুরুতেই জলবন্দি অবস্থা তৈরি হয়েছে। অফিসের বারান্দা থেকে শুরু করে প্রবেশদ্বার পর্যন্ত জল-কাদায় দুর্ভোগ চরমে। জমা জলে পা ফেলতে গিয়ে নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ নথিপত্র, ভিজে যাচ্ছে কর্মীদের জুতো, ব্যাহত হচ্ছে দৈনন্দিন প্রশাসনিক কাজকর্ম।

স্থানীয় বাসিন্দা আনন্দ রায় জানান,
প্রতিবছরই একই ছবি দেখা যায়। একটু বেশি বৃষ্টি হলেই এলাকা জলমগ্ন হয়ে পড়ে। অথচ আজ পর্যন্ত কোন স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। এই দুরবস্থার বিরুদ্ধে সরব হয়েছেন রঘুনাথপুরের বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরি। তাঁর কটাক্ষ,
“সরকারি দপ্তর যখন জলমগ্ন, তখন মানুষের ঘরের হাল কিরকম। তা সহজেই বোঝা যায়। শুধু প্রকল্প ঘোষণা নয়, বাস্তবায়নও জরুরি। এই অনিয়ম ও প্রশাসনিক উদাসীনতার বিরুদ্ধে আমরা সরব হয়েছি।”

তবে এ বিষয়ে আশ্বাস দিয়েছেন রঘুনাথপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ডি মনোজ কুমার।
তিনি জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। জলনিকাশের স্থায়ী সমাধানের জন্য দ্রুত আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
Post Comment