insta logo
Loading ...
×

গ্যাস সিলিন্ডার থেকে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দুটি বাড়ি

গ্যাস সিলিন্ডার থেকে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দুটি বাড়ি

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল পুরুলিয়া মফস্বল থানার বেলমা গ্রাম পঞ্চায়েতের বেলমা গ্রামে। ক্ষতিগ্রস্ত হয়েছে পরপর দুটি বাড়ি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ।

স্থানীয় বাসিন্দা গোপাল পাল জানান, এদিন সকালে তাঁদের বাড়িতে একটি নতুন গ্যাস সিলিন্ডার আনা হয়। সিলিন্ডারের মুখ খোলার সঙ্গে সঙ্গেই গ্যাস নির্গত হতে শুরু করে। ওই সময় পাশেই একটি উনুনে আগুন জ্বলছিল। গ্যাসের সংস্পর্শে এসে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে।

দাউদাউ করে জ্বলতে থাকে গোপাল পালের ও পাশের একটি পরিবারের বাড়ি। স্থানীয় মানুষজন প্রথমে নিজেদের উদ্যোগে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে দমকলের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রয়োজনীয় নথিপত্র, আসবাবপত্র, ঘরোয়া সামগ্রী এবং নগদ প্রায় ১৭ হাজার টাকা। দিনমজুরির কাজ করে কোনওরকমে সংসার চালানো ওই কুমোর পরিবার এখন সম্পূর্ণ দিশেহারা।

তবে এই ঘটনার কোনও প্রাণহানি ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। আগুন কীভাবে লাগল, সিলিন্ডারটির গঠনগত কোনও ত্রুটি ছিল কিনা—তা খতিয়ে দেখছে প্রশাসন।

ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনাগ্রস্ত পরিবারকে দ্রুত সাহায্য ও ক্ষতিপূরণের দাবি তুলেছেন স্থানীয়রা।

Post Comment