insta logo
Loading ...
×

বিষ্ণুর মৃত্যু, ছ’দিন ধরে মর্গে দেহ, শুনানি পিছিয়ে হতাশ পরিবার

বিষ্ণুর মৃত্যু, ছ’দিন ধরে মর্গে দেহ, শুনানি পিছিয়ে হতাশ পরিবার

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

মোবাইল চুরির অভিযোগে থানায় ডেকে নিয়ে গিয়ে পুলিশের ‘মারে’ জখম হয়ে মৃত্যু—এই অভিযোগকে কেন্দ্র করে ছ’দিন ধরে জ্বলছে পুরুলিয়ার আড়শা। মৃত যুবক নয়ামোড়ের বাসিন্দা বিষ্ণু কুমার। এখনও পর্যন্ত দেহ রয়েছে মর্গেই। হয়নি কোনও পারলৌকিক কাজ। পরিবার চাইছে, দ্বিতীয়বার ময়নাতদন্ত হোক।

পুলিশের দাবি, অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে করানো ময়নাতদন্তে ‘মারধরের কোনও চিহ্ন’ মেলেনি। কিন্তু পরিবার সেই রিপোর্ট মানতে নারাজ। পুনরায় ময়নাতদন্ত ও অভিযুক্ত পুলিশ কর্মীদের শাস্তির দাবিতে বিষ্ণুর ভাই সমন কুমার বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে আবেদন করেন । আদালত আবেদন গ্রহণ করে শুক্রবার শুনানির দিনও নির্ধারণ করেছিল। কিন্তু শুক্রবার দুপুরে খবর আসে—শুনানি স্থগিত। নতুন দিন সোমবার। সেই খবরে ক্ষোভ ছড়িয়েছে বিষ্ণুর পরিবার ও আড়শা জুড়ে।

মা গৌরিবালা কুমার জানালেন, “আমরা আদালতের ওপর আস্থা রেখেছি। চাই সত্যি প্রকাশ পাক। ময়নাতদন্ত রিপোর্টে যা বলা হয়েছে, তাতে আমরা বিশ্বাস করি না। দ্বিতীয়বার পরীক্ষা হলেই সব স্পষ্ট হবে।”

আড়শার মানুষেরও একটাই প্রশ্ন—এই ছয় দিন ধরে মর্গে পড়ে থাকা বিষ্ণুর দেহের ভবিষ্যৎ কী? শুনানির দিন পিছনোয় সেই প্রশ্ন আরও গাঢ় হচ্ছে। আদালতের নির্দেশে এবার কি নতুন করে শুরু হবে তদন্ত? উত্তর পেতে তাকিয়ে সোমবারের দিকে পরিবার ও গোটা এলাকা।

Post Comment