নিজস্ব প্রতিনিধি,ঝালদা:
জমিতে চাষের কাজ সেরে বাড়ি ফিরছিলেন এক যুবক। আচমকাই তার উপর ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার । তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল সেই যুবকের। শুক্রবার ঘটনাটি ঘটেছে ঝালদা থানার জারগো গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রামজতন কালিন্দী (২৫)। বাড়ি ঝালদার জারগো গ্রামেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , জমিতে চাষের কাজ করে বেলা ১২ টা নাগাদ বাড়ি ফিরছিলেন ওই যুবক । আসার সময় গ্রামের ভিতর সুনু মাহাতোর বাড়ির সামনে আচমকাই তার উপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। সাথে সাথেই স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তের জন্য দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান।










Post Comment