insta logo
Loading ...
×

পুরুলিয়ায় তুমুল বৃষ্টি বজ্রপাতের পূর্বাভাস, রয়েছে কমলা সতর্কতা

পুরুলিয়ায় তুমুল বৃষ্টি বজ্রপাতের পূর্বাভাস, রয়েছে কমলা সতর্কতা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

নিম্নচাপের প্রভাবে ফের সক্রিয় বর্ষা দক্ষিণবঙ্গে। তারই জেরে পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। জেলার কয়েকটি ব্লকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

বৃহস্পতিবারের বৃষ্টির পরিমাণ বিশ্লেষণ করে দেখা গিয়েছে, জেলার অন্তত চারটি ব্লকে বৃষ্টিপাত ৩০ মিলিমিটারের বেশি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কাশীপুরে – ৬৯.৪ মিমি। এরপর রয়েছে নিতুড়িয়া (৩৮.২ মিমি), ঝালদা (৩৫.৮ মিমি) এবং বাঘমুন্ডি (৩৩.২ মিমি)।

এছাড়াও বলরামপুরে ২৭.১ মিমি, পাড়ায় ২৫.৬ মিমি, হুড়ায় ২০.২ মিমি, সাঁতুড়িতে ১৮.২ মিমি, হাতোয়াড়ায় ১৪.৬ মিমি, জয়পুরে ১২.৬ মিমি, পুঞ্চায় ৯.৪ মিমি এবং মানবাজারে ৮.০ মিমি বৃষ্টি হয়েছে। সবচেয়ে কম বৃষ্টি হয়েছে বরাবাজারে – মাত্র ৩.২ মিমি।

জেলাজুড়ে গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৪.২৭ মিমি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

Post Comment