insta logo
Loading ...
×

চিতির ছোবলে ঘুম ভেঙেই শেষ ঘুমে যুবক

চিতির ছোবলে ঘুম ভেঙেই শেষ ঘুমে যুবক

নিজস্ব প্রতিনিধি , বোরো:

ঘুম ভেঙেই শরীর জুড়ে তীব্র অস্বস্তি আর তার খানিক পরে মৃত্যুর কোলে ঢলে পড়ল সঞ্জয় মান্ডি (২১)। পরে জানা গেল, বিছানাতেই লুকিয়ে ছিল বিষধর চিতি সাপ। তার দংশনে মৃত্যু হয় যুবকের।

ঘটনাটি ঘটে বুধবার সকালে পুরুলিয়ার বোরো থানার দুন্দলু গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘুম থেকে উঠে হঠাৎ অসুস্থ বোধ করছিল সঞ্জয়। মাথা ঘোরা, শরীরে অস্বস্তি—কিন্তু কিছু বোঝার আগেই পরিবারের চোখে পড়ে, বিছানার কোণে জড়িয়ে রয়েছে একটি চিতি সাপ।

তড়িঘড়ি তাঁকে প্রথমে বসন্তপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রেফার করা হয় মানবাজার গ্রামীণ হাসপাতালে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে হাসপাতালেই মৃত্যু হয় সঞ্জয়ের। দুন্দলু গ্রামে শোকের ছায়া। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।

Post Comment