নিজস্ব প্রতিনিধি,মানবাজার:
পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগের উদ্যোগে পুরুলিয়া ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর্ গেমস্ অ্যান্ড স্পোর্টসের পক্ষ থেকে এক দিবসীয় সিধু-ভানু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল মানবাজার ২ নং ব্লকের বারী হাইস্কুল মাঠে। আজ বৃহস্পতিবার সিধু -ভানু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা করেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায়, ট্রাইব্রেকারে ৪-৩ গোলে জয়ী হয় মানবাজার -২ নং ব্লক।

মানবাজার ২ নং ব্লক জয়ী হয়ে রাজ্যস্তরে খেলার সুযোগ পেয়েছে। জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শান্তি গোপাল মাহাত জানান, “আজকে সুষ্ঠু ভাবে খেলা সম্পন্ন হয়েছে। ফাইনালে জয়ী মানবাজার ২ এবার রাজ্যস্তরের টুর্নামেন্টে খেলবে।” এদিন খেলার মাঠে উপস্থিত ছিলেন ডিআই (মাধ্যমিক) মহুয়া বসাক ,মানবাজার ২ নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক বিমান বিট প্রমুখ।
Post Comment