insta logo
Loading ...
×

শ্রাবণের প্রথম সোমবারে ভক্ত সমাগমে জমজমাট ঝালদায়

শ্রাবণের প্রথম সোমবারে ভক্ত সমাগমে জমজমাট ঝালদায়

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে এদিন সকাল থেকেই জনস্রোতে ভরে উঠল ঝালদার ঐতিহ্যবাহী বেনা বাঁধ শিবমন্দির চত্বর। ভোরের আলো ফোটার আগেই ভক্তরা ভিড় করতে শুরু করেন আনন্দবাজার এলাকার এই বহুপ্রাচীন ও জাগ্রত শিবমন্দিরে। অন্যান্য বছরের তুলনায় এদিন দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

একই চিত্র দেখা গিয়েছে ঝালদার দড়দা বড়গ্রাম শিবমন্দিরেও। ধর্মীয় আবেগে আপ্লুত হয়ে ভক্তরা শিবলিঙ্গে গঙ্গাজল নিবেদন করেন। কেউ আবার পুষ্প, বেলপাতা, ধূপ-দীপ ও ফলমূল উৎসর্গ করেন প্রভু ভোলানাথকে।

হিন্দু শাস্ত্র অনুযায়ী, শ্রাবণ মাস শিবের আরাধনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। পুরাণ অনুসারে, সমুদ্র মন্থনের সময় শিব মহাবিষ পান করে ‘নীলকণ্ঠ’ রূপে অভিষিক্ত হন। সেই ঘটনার স্মরণে শ্রাবণের প্রতিটি সোমবার ভক্তরা শিবপূজায় ব্রতী হন। সোমবার আবার শিবের প্রিয় দিন হিসাবেও পরিচিত। তাই এই দিনে পূজার মাহাত্ম্য আরও বেড়ে যায়।

সোমবার সকালে শুরু হওয়া এই পূজোয় ভক্তরা উপোস থেকে জলাধারে ডুব দিয়ে শিবমন্দিরে এসে জল নিবেদন করেন। মনস্কামনা পূরণের আশায় শিবের মাথায় জল ঢালেন বহু মানুষ।
এদিন ভক্তসমাগম সামাল দিতে সতর্ক ছিল প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকেও ছিল স্বাস্থ্য ও পানীয় জলের মতো নানান পরিষেবার বিশেষ ব্যবস্থা।
সব মিলিয়ে শ্রাবণের প্রথম সোমবারে ঝালদা জুড়ে ছড়িয়ে পড়ে এক অনন্য ধর্মীয় আবেগ ও ভক্তির পরিবেশ।

Post Comment