insta logo
Loading ...
×

শ্বশুরবাড়িতে এসে যুবক নিহত, রেললাইনের ধারে মিলল দেহ

শ্বশুরবাড়িতে এসে যুবক নিহত, রেললাইনের ধারে মিলল দেহ

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :

শ্বশুরবাড়িতে এসে দুর্ঘটনার শিকার হলেন ঝাড়খণ্ডের যুবক। রবিবার দুপুরে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা-চান্ডিল শাখার বরাভূম ও বিরামডি রেলস্টেশনের মাঝামাঝি ছাতাটাঁড় লেভেল ক্রসিংয়ের কাছে রেললাইনের ধারে গুরুপদ মাহাতো (৩০) নামে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। তিনি ঝাড়খণ্ডের জানুপলাশডি গ্রামের বাসিন্দা ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। সম্প্রতি বলরামপুর থানার টেটইটাঁড় গ্রামে শ্বশুরবাড়িতে এসেছিলেন তিনি।

পুরুলিয়া জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই যুবকের। ঘটনার তদন্তে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

Post Comment