নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :
পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে বৃহস্পতিবার ছিল বৃষ্টির অনিয়মিত ধারা। জেলার গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল মাত্র ৭.১৩ মিলিমিটার। তবে একাধিক ব্লকে একেবারে বৃষ্টির দেখা না মিললেও জয়পুর ও বলরামপুরে যথেষ্ট পরিমাণ বৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে জয়পুর ব্লকে—৩৮.৬ মিলিমিটার। তার পরে রয়েছে বলরামপুর, যেখানে বৃষ্টি হয়েছে ৩৬.১ মিলিমিটার। তুলনামূলকভাবে কম পরিমাণে বৃষ্টি হয়েছে মানবাজার (৯.০ মিমি), পুঞ্চা (১.৪ মিমি), হাতোয়াড়া (৩.২ মিমি) ও পাড়াতে (৪.৪ মিমি)।
অন্যদিকে ঝালদা, বাঘমুণ্ডি, বরাবাজার, নিতুড়িয়া, সাঁতুড়ি, হুড়া ও কাশীপুর—এই সাত এলাকায় কোনও বৃষ্টিপাত হয়নি।
দিনভর আকাশ ছিল পরিষ্কার। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াসে।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিনেও জেলার কিছু নির্দিষ্ট অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বর্ষণের পূর্বাভাস এ সপ্তাহে (২৪ তারিখ পর্যন্ত) আর নেই।
Post Comment