নিজস্ব প্রতিনিধি, জয়পুর ও আড়শা:
ফের বজ্রাঘাতে মৃত্যু। মৃত্যু হল এক ব্যক্তির, আহত হয়েছেন আরও এক মহিলা। ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে জয়পুর ও আড়শা থানার দুই গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম যুধিষ্ঠির মাহাত (৫৫)। বাড়ি জয়পুর থানার শ্রীরামপুর গ্রামে। সোমবার দুপুরে গ্রামের মাঠে চাষের কাজ করছিলেন যুধিষ্ঠির। সেই সময় আচমকাই আকাশে মেঘ জমে বজ্রপাত হয়। বাজ পড়ে গুরুতর আহত হন তিনি। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যান জয়পুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে জয়পুর থানার পুলিশ।
এদিন বিকেলে আরও একটি বজ্রাঘাতের ঘটনা ঘটে আড়শা থানার ধানাড়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, মাঠ থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন বছর চল্লিশের কপুরা মাহাত। সেই সময় হঠাৎ বাজ পড়ে তিনি জখম হন। দ্রুত তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বর্তমানে চিকিৎসাধীন তিনি।











Post Comment