নিজস্ব প্রতিনিধি , জয়পুর:
নদী পার করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম অম্বুজ মণ্ডল (৭০)। তিনি ছটকা গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার সকালে অম্বুজবাবু গরু নিয়ে নদী পার হচ্ছিলেন। আচমকাই জলের স্রোতে ভেসে যান তিনি। ঘটনাটি দেখে স্থানীয় বাসিন্দারা ঝাঁপিয়ে পড়েন। অনেকটা দূর থেকে তাঁকে উদ্ধারও করেন তাঁরা।
তড়িঘড়ি তাঁকে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা অম্বুজবাবুকে মৃত ঘোষণা করেন। এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।











Post Comment