নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে উঠেছে ঝালদা ১ ব্লকের ঝালদা-দঁড়দা গ্রাম পঞ্চায়েতের পুরানো ঝালদা এলাকা। প্রবল বর্ষণে বড় বাঁধে জল উপচে পড়ায় আশপাশের বহু বাড়ি প্লাবিত হয়েছে। ঘরের ভিতরেও ঢুকে পড়েছে জল। এককথায় জনজীবন বিপর্যস্ত।

বাঁধের জল বইছে পুরানো ঝালদা থেকে মহাদেববেড়া যাওয়ার মূল রাস্তায়। ফলে যে কোনও সময় বন্ধ হয়ে যেতে পারে ওই রুটের যোগাযোগ ব্যবস্থা। স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। এলাকার বাসিন্দা বিশ্বনাথ বৈষ্ণব ও রাধানাথ কুইরি জানান, বাঁধে বিপজ্জনকভাবে জল জমে রয়েছে। অব্যাহত বৃষ্টিপাত চলতে থাকলে রাস্তা ধসে পড়ার আশঙ্কা রয়েছে। যার প্রভাব পড়তে পারে রাঁচি-পুরুলিয়া রেললাইন এবং আশপাশের চাষবাসের ওপর। তারা অবিলম্বে প্রশাসনের তরফে জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। এ বিষয়ে ঝালদা দঁড়দা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শঙ্করী মাহাতো জানিয়েছেন, পরিস্থিতি প্রশাসনের নজরে এসেছে। খুব শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন।
Post Comment